শান্তি রায়চৌধুরী : কলকাতা শহরে স্পোর্টস টাউনশিপ গড়ছে মারলিন গ্রুপ। পূর্ব ভারত এই প্রথম কোনও আবাসন নির্মাতা সংস্থা এমন ভিত্তিক প্রকল্প বলে দাবি করেছে তারা। টাউনশিপ গড়তে তারা বিনিয়োগ করেছে মোট ২ হাজার কোটি টাকা। প্রকল্পটির বিপণনে একটি কর্পোরেট লিগ চালু করছে মারলিন। তার নাম রাইস প্রিমিয়ার লীগ বা আরপিএল। প্রকল্পটির বিপণন কৌশল হিসেবে যে ফুটবল লিগ চালু হচ্ছে তাতে অংশ নেবে ১৬টি কর্পোরেট সংস্থা। ২৩ ও ২৪ অক্টোবর রাজারহাটের চৌমাথায় লিগের খেলা হবে। এই প্রকল্পে থাকবে অত্যাধুনিক ক্রীড়া একাডেমি, যেখানে শিশুদের প্রশিক্ষণ দেবেন বিশ্বখ্যাত খেলোয়াড়রা। থাকবে আন্তর্জাতিক মানের পরিকাঠামো। ফুটবল থেকে ক্রিকেট, বাস্কেট বল, টেবিল টেনিস থেকে ব্যাটমিন্টন সবই থাকবে এক ছাদের তলায় ।

অভিজ্ঞ কোচের কাছে নেওয়া যাবে প্রশিক্ষণ। এমনই একটি রেসিডেন্সিয়াল অ্যাকাডেমি তৈরি করছে মার্লিন গ্রুপ। নাম দেওয়া হয়েছে রাইজ। রাজারহাট চৌমাথা থেকে ঢিলছোড়া দূরত্বে ১৭ একর জায়গার উপর তৈরি হবে রেসিডেন্সিয়াল অ্যাকাডেমি।  ইতিমধ্যেই তৈরি হয়েছে ফুটবল, ক্রিকেট মাঠ। খেলার পরিকাঠামো ঘুরতেই মারলিন খরচ করছে ২৫০ কোটি টাকা।

 106 total views,  4 views today