নিজস্ব প্রতিনিধি – ভবানিপুর উপনির্বাচনের তৃণমূল প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন মমতা ব্যানার্জি। শুক্রবার তিনি তার হলফনামাসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেখানে তিনি নিজেই তার যাবতীয় আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। হলফনামার তথ্য অনুযায়ী, গত এক বছরে মমতার আয় বেড়েছে ৫ লাখ টাকা। ২০১৯-২০ অর্থবছরে মমতার আয় ছিলো ১০ লাখ ৩৪ হাজার ৩৭০ টাকা। এবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ৮৪৫ টাকা। এছাড়াও মমতার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ১৩ লাখ ১১ হাজার ৫১২ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ২৯ টাকা। মধ্যে ৯.৭০ গ্রাম অলঙ্কার অন্তর্ভুক্ত। এ ছাড়া মমতার নামে নেই কোনো বাড়ি, গাড়ি, জমি ও পৈতৃক সম্পত্তি। নেই কোনো বকেয়া ঋণও।
168 total views, 4 views today