নিজস্ব প্রতিনিধি – বুধবার পুরাতন মালদায় ‘লক্ষ্মীর ভাণ্ডারের’ ফর্মের তোলার জন্য এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ফর্ম তুলতে গিয়ে হুড়োহুড়িতে আহত হয় কয়েকজন মহিলা। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে ।
এদিন মালদা সাহাপুর হাই স্কুল থেকে প্রকল্পের ফর্ম দেওয়া হচ্ছিল। এই ফর্ম সংগ্রহ করার জন্য প্রচুর মানুষের ভিড় জমে। একসময় হাইস্কুলের গেট ধাক্কা দিয়ে মানুষ ঢুকে পড়ে। হুড়োহুড়িতে পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের সিভিক ভলান্টিয়াররা উদ্ধার করে, মোহনপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।