নিজস্ব প্রতিনিধি – যেভাবে রান্নার গ্যাসের দাম বেড়ে যাচ্ছে তাতে মধ্যবিত্তের ঘুম চলে যাচ্ছে। পেট্রোলের দাম চলে গেছে একশো দুই, নাইন্টিতে পৌঁছেছে ডিজেল আর   ৯০০ ছুঁতে যাচ্ছে রান্নার গ্যাস। গত বছর ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত অর্থাত নয় মাসে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩০২ টাকা! ফলে গ্যাসের এই  মূল্যবৃদ্ধির জন্য নাভিশ্বাস ওঠে গেছে সাধারণ মানুষের মধ্যে। গত মাসের পর আবার দাম বাড়ল রান্নার গ্যাসের। মঙ্গলবার ২৫ টাকা বেড়েছে ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম। শুধু এ বছরেই ২১৬ টাকা এলপিজির দাম বাড়ল।  এর ফলে কলকাতায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম হল ৮৮৬ টাকা!

Loading