নিজস্ব প্রতিনিধি – মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্যের ভিআইপিদের জন্য ১০ আসনের বিমান ভাড়া করছে রাজ্য সরকার। এতে মাসে খরচ হবে অন্তত দুই কোটি ২৫ লাখ টাকা। এই বিমানটি ফ্রান্সের জেসল্ট কোম্পানির। দুইটি ইঞ্জিন আছে বিমানে। দুই তিন দিনের মধ্যে বিমানটি রাজ্যে এসে যাবে। দিল্লির একটি সংস্থার কাছ থেকে তিন বছরের চুক্তিতে বিমানটি ভাড়া নেয়া হবে। মাসে ৪৫ ঘণ্টার উড্ডনের ভাড়া সংস্থাকে দিতে হবে। সেই ভাড়ার পরিমাণ হবে দুই কোটি ২৫ লাখ টাকার মতো। তার বেশি বিমানটি উড়লে ঘণ্টায় পাঁচ লাখ টাকা করে দিতে হবে। তাছাড়া দুই জন পাইলট, একজন বিমানসেবক ও একজন ইঞ্জিনিয়ার থাকবেন। তাদের খরচ অবশ্য সংস্থা বহন করবে। ফলে অন্য খরচ বাদ দিলেও শুধু ভাড়া বাবদ দুই কোটি ২৫ লাখ টাকা অন্তত দিতে হবে রাজ্য সরকারকে।

Loading