ধৃতিমান বড়ুয়া (বিশেষ প্রতিনিধি)  – আগামী এক মাসের মধ্যে আফগানিস্তান তীব্র খাদ্য সংকটে পড়তে পারে- এমন হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। দেশটিতে প্রতি তিনজনে একজনকে ক্ষুধার্ত থাকতে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গত বুধবার আফগানিস্তানে মানবিক পরিস্থিতি নিয়ে এই উদ্বেগ প্রকাশ করেছেন আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক সমন্বয়কারী রমিজ অলকবারভ। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল–জাজিরা জানিয়েছে, আফগানিস্তানে অর্ধেকের বেশি শিশু খাদ্য সংকটে রয়েছে। পরের বেলার খাবার সংগ্রহের জন্য তাদের কষ্ট করতে হচ্ছে। আল–জাজিরার খবরে আরও বলা হয়েছে, সম্প্রতি আফগানিস্তানে খাবারের দাম ৫০ শতাংশ বেড়েছে।

আর পেট্রলের দাম বেড়েছে ৭৫ শতাংশ। জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক সমন্বয়কারী রমিজ অলকবারভ বলেন, বেশির ভাগ আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে গেছে। সরকারি সেবাগুলো অকার্যকর রয়েছে। সরকারি চাকরিজীবীরা বেতন পাচ্ছেন না। এদিকে, তালেবানরা আফগানিস্তানে নতুন সরকার গঠন করতে যাচ্ছে। তবে তাদের সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনো প্রশ্নের সম্মুখী

Loading