নিজস্ব প্রতিনিধি – রাজ্যে ভ্যাকসিন নিয়ে নানা বিশৃঙ্খলা চলছে। ভ্যাকসিন নিচে গিয়ে রাজ্যের মানুষ দিশেহারা হচ্ছেন। কি করবেন বুঝতে পারছেন না। একটা ভ্যাকসিন এর জন্য মানুষ হন্যে হয়ে ঘুরছে। তাই রাজ্যের মানুষের কাছে তার অনুরোধ, ভ্যাকসিন পাওয়ার ব্যাপারটা নিয়ে হুড়োহুড়ি করবেন না। ভ্যাকসিন সকলেই পাবেন। অর্থাৎ ভ্যাকসিন নিয়ে মানুষকে হুড়োহুড়ি না করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পানাগড়ে একটি বেসরকারি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘ভ্যাকসিন রাজ্যের হাতে নেই। কেন্দ্র পাঠালে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার। রাজ্যে ৪ কোটির বেশি টিকাকরণ হয়ে গেছে। তৃতীয় ঢেউয়ের দিকে নজর রেখে ১৪ কোটি টিকা প্রয়োজন। শিশুদের কথাও মাথায় রাখতে হচ্ছে।’
মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ‘সকলেই ভ্যাকসিন পাবেন। ভ্যাকসিন থেকে কেউ বঞ্চিত হবেন না, কিন্তু হুড়োহুড়ি করবেন না। সরকার বলে দেবে কবে, কোথায় টিকা দেওয়া হবে।