নিজস্ব প্রতিনিধি – করোনা আবহ এড়াতে যাতে অতিরিক্ত ভিড় না হয় তার জন্য আজ থেকে বাতিল হল শিয়ালদা শাখায় নবমী-দশমীর স্পেশাল নাইট ট্রেন। বুধবার রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা পর পূর্ব রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিল। উল্লেখ্য,এর আগে অষ্টমী, নবমী ও দশমী, এই তিনদিনের জন্য শিয়ালদা শাখার বনগাঁ, রানাঘাট, ডানকুনি, বারুইপুর ও বজবজ, এই পাঁচ ডিভিশনে ৭ জোড়া স্পেশাল নাইট সার্ভিস ট্রেন চালু করা হয়।