নিজস্ব প্রতিনিধি – কলকাতায় আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস শনাক্তের হার। গতকাল রবিবার রাজ্যজুড়ে কমেছে কোভিড পরীক্ষা, তবে বেড়েছে মৃত্যু। শনিবার দৈনিক সংক্রমণের হার ছিল ১.৭১ শতাংশ। রবিবার তা বেড়ে দাঁড়ায় ২.৪১ শতাংশ।

রাজ্যের স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৪৪ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ২১৯ জন। উত্তর ২৪ পরগনায় নতুন আক্রান্ত ৮৩ জন। কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত এক লাফে অনেকটা বেড়ে হয়েছে ৪৮।

হাওড়া ও হুগলীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ ও ৩৭ জন। জেলাভিত্তিক তালিকায় দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে এই জেলাগুলোর পরেই রয়েছে নদিয়া (২১) ও দার্জিলিং (১৪)। আক্রান্তদের মধ্যে এখনও পর্যন্ত পাঁচজনের শরীরে ওমিক্রন পাওয়া গেছে । এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে পাঁচজনের। এর মধ্যে কলকাতা মারা গেছেন তিনজন। এখন পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন মোট ১৯ হাজার ৭১৬ জন। রবিবার সুস্থ হয়েছেন ৫৪৭ জন।

Loading