নিজস্ব প্রতিনিধি- পশ্চিমবঙ্গের মন্ত্রী ও তৃণমূল নেতা জাভেদ আহমেদ খান বলেছেন, ‘ভারতবর্ষের গতি কমিয়ে দিয়েছে মোদি। কৃষকদের বিরুদ্ধে কালো আইন পাশ করেছে মোদি সরকার। তার বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ করতে হবে।’ রাজ্য আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি শনিবার গরুর গাড়িতে চড়ে রাজধানী কোলকাতার কসবা এলাকায় প্রচার করেন। জাভেদ আহমেদ খান কসবা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন।
রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান বলেন, ‘বাংলাই দিশা দেখাবে, রাস্তা দেখাবে। সেজন্য কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী যে ‘কালো আইন’ তৈরি করেছে তাঁর প্রতিবাদে আজকে গরুর গাড়িতে চড়েছি। পেট্রোল-ডিজেলের দাম প্রচুর বেড়ে গেছে। আবার ভারত পুরোনো দিনে চলে যাবে, গরুর গাড়িতে যেতে হবে। সেজন্য আমরা আগেই মানুষকে সচেতন করছি যে এখনও সাবধান হন না হলে মোদি আপনাদের গরুর গাড়িতেই উঠতে বলবে অথবা হাঁটতে বলবে।’
জাভেদ খান বলেন ‘আমাদের যা উন্নয়ন হয়েছে তার গতি কম করার জন্য রোজ নতুন নতুন আইন পাশ করছে। আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম কমলেও এখানে পেট্রোলের দাম বাড়ছে। কেন এভাবে বাড়বে? আজকে এর প্রতিবাদ করতে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, আমরা সেই প্রতিবাদে শামিল হয়েছি।’
জাভেদ খান আরও বলেন, ‘এটা আমাদের পেট্রোপণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ এবং এর মধ্য দিয়েই ভোট প্রচার চলছে। মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাচ্ছি, যে দল কেন্দ্রীয় সরকারে থাকার ফলে পেট্রোপণ্যের এত দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, তার প্রভাব পড়ছে আপনার আমার রান্নাঘরে, পকেটে, প্রাত্যহিক জীবনে। সেই দলকে মানুষ যেন ভুল করে এই রাজ্যে ঠাই না দেয়। এমন হলে অশনি সঙ্কেত রয়েছে, যা এই গরুর গাড়ি।’
জাভেদ আহমেদ খান কলকাতার কসবা কেন্দ্র থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরআগেও তিনি ওই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।