নিজস্ব প্রতিনিধি – ভবানীপুর উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির হয়ে লড়ছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। গতবার এই আসনে দাঁড়িয়ে বিজেপি হেরেছিল। তাই উপনির্বাচন ঘিরে বিজেপির ব্যাপক পরিকল্পনা। তাই ভবানীপুরে বিজেপি ২০ জন তারকাকে প্রচারে নামিয়ে দিয়েছে। জানা গেছে, সংখ্যালঘু এলাকা এবং যৌনপল্লীগুলোতে ঘুরে ঘুরে প্রচার এবং ভোট ব্যবস্থাপনায় জোর দিয়েছে বিজেপি। সেই জন্য যৌনকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সিদ্ধান্তও নেয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। এরই সঙ্গে সংখ্যালঘু এলাকার প্রতিটি বুথে যাতে এজেন্ট বসানো যায় তা নিশ্চিত করতে চাইছে বিজেপি। এবার বিজেপি ভবানীপুরের প্রতিটি বুথে  দুজন করে এজেন্ট তৈরি রাখছে। যদি কোনোভাবে একজনকে ভয় দেখিয়ে বা কোনো কারণে তুলে দেওয়া হয় সেক্ষেত্রে অপর একজন যাতে বসতে পারেন তারও বন্দোবস্ত করে রাখছে চাইছে বিজেপি। সেই সঙ্গে ভোটের প্রচারে যদি কোনো ব্যানার ছিঁড়ে ফেলা হয় তার জন্য অতিরিক্ত ব্যানার ছাপানোরও নির্দেশ দেওয়া হয়েছে। গত বিধানসভা নির্বাচনে যে সমস্ত এলাকায় বিজেপি কম ভোট পেয়েছিল সেখানেও বিশেষ প্রচার চালাবে বিজেপি। এই উপনির্বাচনে জয় পাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে হলে তাকে অবশ্যই সাংসদ হতে হবে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে হেরে যান তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতির সমীকরণ পরিবর্তন হয়ে যেতে পারে। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে ভোটে লড়ে হেরেছিলেন মমতা।

Loading