নিজস্ব প্রতিনিধি – সূএ থেকে জানা যায়, মমতার বিপরীতে নির্বাচনী লড়াইয়ে দাঁড়ানোর যোগ্য প্রার্থী খুঁজে পেতে বেশ বেগ পেতে হচ্ছে বিজেপির। বিজেপি জানিয়েছে, মঙ্গলবারে একটি বৈঠকে তারা ঠিক করবে মমতার বিপরীতে কে প্রার্থী হিসেবে দাঁড়াবেন। এর আগে মমতা ব্যানার্জি পূর্ব মেদিনিপুরের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে, নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে ১ হাজার ৯৫৬ ভোটে হেরে যান। তবে এ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ছিলো বিজেপির বিরুদ্ধে।
ধারণা করা হচ্ছে, মমতার বিপরীতে শুভেন্দ অধিকারীই নির্বাচনী লড়াইয়ে নামবে। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দল বললে নন্দীগ্রামের মতো ভবানীপুরেও মমতার বিপরীতে প্রার্থী হতে প্রস্তুত তিনি। তবে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানায়নি বিজেপি।
68 total views, 2 views today