Zulfikarali, mecheda- বাইক চালকদের শপথ বাক্য পাঠ করিয়ে হেলমেট প্রদান করা হয়. সেইসাথে জেলা ট্রাফিক ও কোলাঘাট থানার মাধ্যম দিয়ে কাউন্সিলিং করা হয় বাইক চালকদের. সেইসাথে পথ নিরাপত্তার ওপর লিফলেট প্রদান করা হয় । স্পিড লিমিট স্টিকার (যেখানে লেখা আছে Family is waiting at home ) ও পরিবারকে সুরক্ষিত রাখার অঙ্গীকার ব্যাজ পরানো হয়.
সচেতনতামুলক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্বমেদিনীপুর জেলা ট্রাফিক এর সন্মানীয় DSP প্রদীপ মন্ডল মহাশয়, উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর TI বিপ্লব মন্ডল মহাশয় এবং কোলাঘাট থানার OC ইমরান মোল্লা মহাশয়.
152 total views, 2 views today