নিজস্ব প্রতিনিধি – ‘ভোট পরবর্তী অশান্তি’ মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। আর এই তদন্তে নেমেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারা ‘ভোট পরবর্তী অশান্তি’ নিয়ে সাম্প্রতিক রিপোর্টে বিস্ফোরক দাবি করেছে। তাতে নাকি বলা হয়েছে নির্বাচনের পর খুন ও মহিলাদের বিরুদ্ধে অপরাধের সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে বীরভূমে। আগামী সোম-মঙ্গলবার রাজ্যে আসছেন সিবিআই-এর তদন্তকারীরা। তাঁদের দেওয়া রিপোর্ট অনুযায়ী, খুন, ধর্ষণ-সহ মহিলাদের বিরুদ্ধে অপরাধের সব মিলিয়ে অন্তত ৭১টি ঘটনার অভিযোগ এসেছে, যার মধ্যে ৪৩টি রয়েছে খুনের মামলা আর ২৮টি অপরাধের মামলা রয়েছে মহিলাদের বিরুদ্ধে। যদিও রাজ্যের হিসাব বলছে খুন এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ মিলিয়ে ৪১টি মামলা হয়েছে। ফলে সিবিআই এবং রাজ্যের রিপোর্টে বিস্তর ফারাক রয়েছে।
শুধু বীরভূম নয়, সিবিআই-এর রিপোর্টে আরও চার জেলায় সবচেয়ে বেশি ভোট পরবর্তী অশান্তির ঘটনা ঘটার দাবি করা হয়েছে। সেই চার জেলা হল-পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, রাজ্যে ভোট পরবর্তী অশান্তির যে মামলাগুলো দায়ের হয়েছে, তার ৫০ শতাংশই ঘটেছে এই পাঁচ জেলায়। ‘ভোট পরবর্তী অশান্তি’ মামলার তদন্তের জন্য শুক্রবারই খুন ও ধর্ষণের মামলায় কেস ডায়েরি চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মেল করে রাজ্য পুলিসের ডিজি’র থেকে সেই কেস ডায়েরি চেয়ে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যেই ৪ বিশেষ তদন্তকারী দল বা সিটও গঠন করা হয়েছে।