নিজস্ব প্রতিনিধি – কন্যাশ্রী প্রকল্প’ থেকে শুরু করে আর ও একাধিক উন্নয়নমূলক প্রকল্পের হাত ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের সরকার আনেক আন্তর্জাতিক সম্মান পেয়েছে। আর এই আন্তর্জাতিক স্তরে খ্যাতি বাংলাকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে।। আর এই ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বিশ্বব্যাংক। শোনা যাচ্ছে, বাংলাকে বিভিন্ন সামাজিক প্রকল্পে কাজ করার জন্য বিশ্ব ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ সরকারকে ১২.৫০ কোটি মার্কিন ডলার ঋণ দিতে চাইছে। ভারতীয় মুদ্রায় যা ৯১২ কোটি টাকা। তবে কবে এই ঋণ বিশ্ব ব্যাংক এখনো জানায়নি। তবে পশ্চিমবঙ্গ সরকারের তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর ‘দুয়ারে সরকার, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প যে গতি পেয়েছে,তা দেখেই সাড়া দিতে চলেছে বিশ্ব ব্যাংক।
86 total views, 2 views today