নিজস্ব প্রতিনিধি – কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্বেও বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের একাংশের অনশন ধর্মঘট আজ ১১ দিনে পড়ল। তিন ছাত্রকে বরখাস্তের প্রতিবাদে বিশ্বভারতীর উপাচার্য বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের একাংশের এই অনশন অবস্থান। উল্লেখ্য, বিশ্ব ভারতী কর্তৃপক্ষের কাছে অধ্যাপক, আশ্রমিক সহ কিছু ব্যবসায়ী সংগঠন বিভিন্ন ভবনের গেটের তালা খুলে দেওয়ার আবেদন জানিয়েছে।  তাদের আবেদন, হাইকোর্টের নির্দেশ মেনে পরিস্থিতি স্বাভাবিক করা হোক। এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে বিশ্বভারতীতে ভর্তি এবং ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে।  কিন্তু, ৩ পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনের রেশ আজও অব্যাহত।  এদিকে সোমবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন অধ্যাপকদের একটি সংগঠন। বিশ্বভারতীর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের তরফে অভিযোগ করা হয়, ছাত্র আন্দোলনের যুক্তি দিয়ে তাঁদের বেতন বন্ধের চেষ্টা করেছেন উপাচার্য। সংগঠনটির আরও অভিযোগ, উপাচার্যের প্রতিহিংসামূলক আচরণের জন্য একের পর কর্মী, অধ্যাপক ও পড়ুয়াদের শো-কজ, সাসপেন্ড, এবং বহিষ্কার করা হয়েছে।

Loading