নিজস্ব প্রতিনিধি – অধ্যক্ষের ইস্তফার দাবি চাই, এই দাবিতে অনড় এখনো আন্দোলনকারীরা। রবিবার এ নিয়ে বৈঠকেও কাটল না  আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জট। অনশনের  সিদ্ধান্তে অনড় আন্দোলনরত পড়ুয়ারা।

বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ-বিধায়ক ও স্বাস্থ্য দফতরের তৈরি করা বিশেষ কমিটির সদস্যরা। তাদের সঙ্গে বৈঠকের পরও কাটল না জট! রিলে অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় আরজি কর মেডিক্যাল কলেজের আন্দোলনরত পড়ুয়ারা। এনিয়ে রবিবার  জেনারেল বডির বৈঠকে বসেন আন্দোলনকারীরা। বৈঠকের পর, আন্দোলন চলবে বলে জানান তাঁরা।

 104 total views,  2 views today