নিজস্ব প্রতিনিধি – জাতীয় স্তরে বিজেপি বিরোধী মঞ্চে তৃণমূলের সঙ্গে থাকতে সিপিএমের যে আপত্তি নেই তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। শুক্রবার  বিরোধী দলের বৈঠকেও দেখা গেল সেই ছবি। ভার্চুয়াল স্ক্রিনে একই ক্রমে থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সীতারাম ইয়েচুরি। বিজেমূল’ ভুল স্বীকারের পর কাকাবাবুর জন্মদিন উপলক্ষে সেমিনারে সূর্যকান্ত বলেছিলেন,’বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে সঙ্গে নিতে হবে সবাইকে। সুতরাং তৃণমূলকে নিতেও হবে। সারা দেশে বিরোধীরা একজোট হতে পারলে ভালো হয়।’ তারও আগে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন,’বিজেপি ছাড়া যে কোনও দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এর পর আর কোনও কথা আছে কি?’ অন্যদিকে মমতাও শর্ত দিয়েছিলেন,’সিপিএমের বোঝা উচিত কে ওদের প্রধান শত্রু। কেরলে সেটা করতে পেরেছে ওরা। বাংলায় বিষয়টি স্পষ্ট করতে হবে।’ সেই বিজেপি বিরোধিতার মঞ্চেই একসঙ্গে এলেন দুই দলের কাণ্ডারি। যা ২০২৪ সালে জাতীয় স্তরে তৃণমূল-সিপিএম জোটের সূত্রপাত বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Loading