নিজস্ব প্রতিনিধি – শনিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এদিন কোচবিহারের দিনহাটা, উত্তর ২৪ পরগনার খড়দা, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এবং নদিয়ার শান্তিপুরে উপনির্বাচন চলছে। মোট ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। শুধু শান্তিপুরে লড়াই চতুর্মুখী, বাকি তিন কেন্দ্র ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। ভোট চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।