নিজস্ব প্রতিনিধি – ২০১৪ সালে দীর্ঘ ১৪ বছর সংসার করার পর আচমকাই বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন হৃতিক রোশন ও সুজান খান। তখন অনেকেই চমকে গিয়েছিলেন। এই বিচ্ছেদকে বলিউডের সবচেয়ে দামি ডিভোর্স বলা হয়। ভারতীয় মিডিয়া জানায়, হৃতিক রোশনকে ডিভোর্স দেওয়ার জন্য ৪০০ কোটি টাকা চেয়েছিলেন সুজান। কিন্তু তাতে রাজি হননি হৃতিক। কিন্তু পরে ৩৮০ কোটি টাকা দিয়ে সুজেনের সঙ্গে বিচ্ছেদ পাকা করেন তিনি। তবে বিচ্ছেদের জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন বলিউডের আরও অনেক অভিনেতা। সেই তালিকায় ফারহান, সাইফ আলি খানরা যেমন আছেন। তেমনই বিচ্ছেদের জন্য কোটি কোটি টাকা খোরপোস দাবি করেছেন এমন অভিনেত্রীও রয়েছেন। সেই তালিকায় কারিশ্মা ও অমৃতা সিংও রয়েছেন। ডিভোর্স দিতে কত টাকা চেয়েছিলেন কারিশ্মা : বলিউডের একসময়ের সুপারস্টার কারিশ্মা কাপুর।
অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর কারিশ্মার বিয়ে হয়েছিল সঞ্জয় কাপুরের। কিন্তু সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৪ সালে তারা বিচ্ছেদের জন্য আবেদন জানান। দু’বছর মামলা চলার পর ২০১৬ সালে আইনত তারা ডিভোর্স পান। তাতে সঞ্জয় কাপুরের কাছ থেকে মোটা অর্থ খোরপোস আদায় করেছিলেন করিশ্মা। খারে সঞ্জয়ের বাবার বাড়ি এবং তাঁদের দুই সন্তানের জন্য ১৪ কোটি টাকার বন্ড কিনে দিতে হয়েছিল।
ফারহান আখতার-অধুনার ডিভোর্স :
১৬ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটিয়েছেন ফারহান আখতার এবং অধুনা আখতার। অধুনাকে কোনও এককালীন টাকা না দিলেও মুম্বাইয়ের ব্যান্ড স্ট্যান্ডে ১০,০০০ স্কয়ার ফুটের একটি বাংলো কিনে দিতে হয়েছিল ফারহানকে। সেই সঙ্গে সন্তানের ভরন পোষণের সব খরচ দিতে হয়।
সাইফ-অমৃতা সিংয়ের বিচ্ছেদ :
সাইফ আলি খানকে ডিভোর্স দেওয়ার জন্য মোটা অর্থ খোরপোস চেয়েছিলেন অমৃতা সিং। ১৩ বছরের বিবাহিত জীবন হলেও অমৃতা সিং সাইফের থেকে অনেকটাই বড়ছিলেন। সম্ভবত সেই কারণেই বেশিদিন স্থায়ী হয়নি তাদের বিবাহিত জীবন। সাইফ জানান তিনি অমৃতাকে ৫ কোটি টাকা খোরপোস দেওয়ার কথা জানিয়েছিলেন।
আমির খান- রিনা দত্তের ডিভোর্স :
আমির খানের সঙ্গে রিনা দত্তের ডিভোর্সও কম দামি ছিল না। আমির তখন কিরণ রাওকে বিয়ে করতে মরিয়া। রিনা ডিভোর্সের জন্য মোটা টাকা চেয়ে বসেছিলেন। শেষে মোটা অর্থ দিয়েই রিনার কাছে ডিভোর্স পান আমির। তবে কত টাকা তিনি রিনাকে দিয়েছিলেন সেটা কখনও প্রকাশ্যে আনেননি।
সূত্র :ওয়ান ইন্ডিয়া