নিজস্ব প্রতিনিধি –  লাগাতার জ্বালানির দাম বাড়িয়েই চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। বৃহস্পতিবার আরও একবার রেকর্ড ছুঁল পেট্রোল-ডিজেলের দাম। বৃহস্পতিবার থেকে কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৩৪ পয়সা ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ল। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৫ টাকা ৪৩ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৬ টাকা ৬৩ পয়সা। পরপর সাত দিন বাড়লো পেট্রোল-ডিজেলের দাম। দেখা যাচ্ছে, গত বছর ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারে প্রায় ২০ টাকা। একই সময়ে ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ১৮ টাকারও বেশি।

Loading