শান্তি রায়চৌধুরী:   বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হারের পর ভারতে এখন সমালোচনা ঢেউ উঠেছে ভারতীয় দলকে নিয়ে। আর সেই সমালোচনার তীর এখন দলের অধিনায়ক ও কোচ এর দিকে। ভারতের এই  হারকে   কোন মতেই মেনে নিতে পারছেন না দেশের অনেক ক্রিকেট বোদ্ধাই। এরই মধ্যে দলের নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন ও। প্রশ্নটা থাকছে ভারতীয় দলের একাদশ নিয়ে। যেখানে দারুণ বিপাকে পড়ে গেছেন কোহলি-শাস্ত্রী। একাদশ নির্বাচন নিয়ে কোচ ও অধিনায়কের ভূমিকা বেশ বড়। তাই একাদশ গড়া নিয়ে সমালোচনার তীরটা বারবার ছুটে যাচ্ছে অধিনায়ক আর কোচের দিকে। ভারতের প্রাক্তন নির্বাচক শরন দীপ সিংতো ফাইনালের দল নির্বাচন নিয়ে দু’জনকেই বিঁধেছেন। প্রাক্তন এই নির্বাচকের মতে, ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের জন্য এরা দুজনেই দায়ী। নিউজিল্যান্ড যেখানে চারজন পেসার নিয়ে সফল হয়েছে সেখানে ভারত কী ভেবে দুজন স্পিনার খেলালো। শার্দুল ঠাকুরকে না খেলানোর বিষয়টি তিনি সামনে এনেছেন। তার প্রশ্ন, শার্দুল ঠাকুরকে  কেন খেলানো হলো না? সে পেসার  হিসেবে দারুন, তাছাড়া লেট অর্ডারে ও ভালো ব্যাটিং করে। অস্ট্রেলিয়ায় সে নিজেকে প্রমাণ করেছিল।

এছাড়া দল নির্বাচন নিয়ে সমালোচনা করেছেন সঞ্জয় মঞ্জেরেকার ও। তিনি অবশ্য সুযোগ পেয়েই তার পুরনো ‘শত্রু’ রবীন্দ্র জাদেজাকে লক্ষ্য বস্তু বানিয়েছেন। ক্রিক ইনফোকে মঞ্জেরেকার বলেছেন, “রবীন্দ্র জাদেজাকে কেন নেওয়া হল সেটাই বুঝলাম না। বৃষ্টিস্নাত পরিবেশে দুই স্পিনার খেলানোই তো সমালোচনা যোগ্য ব্যাপার।”

Loading