নিজস্ব প্রতিনিধি – করোনা মহামারীতে বিপর্যস্ত ছাত্রসমাজ। সেই দিকে লক্ষ্য রেখে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের জন্য সুখবর দিল। এই বছর বিভিন্ন ফি মুকুবের সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্নাতকোত্তর স্তরে  এই ফি মুকুবের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে বলা হয়েছে, করোনারি কারণে বহু পরিবার কর্মহীন, ভুগছে আর্থিক সংকটে । এই অবস্থায় পড়াশুনা চালিয়ে যাওয়া কঠিন হচ্ছে । সেদিকে লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে,  স্নাতকোত্তর স্তরে টিউশন ফি ,পরীক্ষা ফি এবং মার্কশিট ফ্রী মুকুব করা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়া থেকে যারা এবার ভর্তি হবেন প্রত্যেকেই এই সুবিধা পাবেন।

Loading