নিজস্ব প্রতিনিধি – পুজোর আগে থেকেই জ্বালানির দাম লাগাতার বাড়িয়ে চলেছে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি। বুধবার ফের নতুন রেকর্ড গড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এদিন থেকে কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটার প্রতি ৩৪ পয়সা। ডিজেলের দাম লিটারে বেড়েছে ৩৫ পয়সা। এরফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটারে ১০৬ টাকা ৭৭ পয়সা। অন্যদিকে সেঞ্চুরির পথে এগোচ্ছে ডিজেল। কলকাতায় ডিজেলের দাম হল লিটারে ৯৮ টাকা ৩ পয়সা। করোনা আবহে পেট্রোল-ডিজেলের দাম বাড়ার জন্য পকেটে টান পড়ায় সঙ্কটে সাধারণ মানুষ।

 106 total views,  2 views today