নিজস্ব প্রতিনিধি – সোমবার দিল্লিতে পা রাখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে টুইট বার্তা কংগ্রেসের। সম্প্রতি পেগাসাস কাণ্ডে দেশের দুঁদে সাংবাদিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোটকুশলী প্রশান্ত কিশোরের ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে। আর মমতার দিল্লি সফরের আগে সেই বিষয়েই তৃণমূলের পাশে দাঁড়াল কংগ্রেস। শুধু তাই নয় পেগাসাস ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করা হল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে। টুইটে বলা হয়েছে, আপনারা ক্রোনোলজিটা বুঝুন। পেগাসাস স্পাইওয়ারের টার্গেট কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন সময়? ২০২১ সালে। কেন? পশ্চিমবঙ্গের নির্বাচন। মোদি সরকারের নিরাপত্তাহীনতা সীমাহীন। যখন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অলআউট লড়াইয়ের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন এই বার্তা বিশেষ তাৎপর্য পূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। মমতা নিজেই সব বিরোধী দলকে এক জায়গায় আসার বার্তা দিয়েছেন। দিল্লি সফরে তার বিরোধী দলের সঙ্গে বৈঠকের কর্মসূচিও রয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট গঠনের সলতে এখন থেকেই পাকানো শুরু করতে চান তিনি। ফলে বিজেপি বিরোধী জাতীয় রাজনীতি আপাতত তাঁকে ঘিরেই আবর্তিত হচ্ছে। এই পরিস্থিতিকে কংগ্রেসও মমতার কাছাকাছি আসতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Loading