নিজস্ব প্রতিনিধি – পুজোর পাঁচদিনে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৮৯ জন রোগীর মৃত্যু হয়েছে। যা গত পাঁচ বছরের সমস্ত রেকর্ড ভেঙ্গে দিয়েছে। মেডিকেল সূত্রের খবর, ষষ্ঠীর দিন থেকে দশমী পর্যন্ত পাঁচ দিনে যথাক্রমে ১৯, ২০, ২১, ১৫, ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে ১৫ শিশু, ২৬ মহিলা সহ দুর্ঘটনায় জখম হয়ে চিকিৎসাধীন ১৬ রোগী। পুজোর সময় চিকিৎসকরা ডিউটি না করার জন্যই বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে, এবিষয়ে মেডিকেল কর্তৃপক্ষ এখনই কোনও মন্তব্য করতে নারাজ।

Loading