নিজস্ব প্রতিনিধি – বুধবার পানাগড়ে পলিফিল্ম শিল্প ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পানাগড়ে বিনিয়োগ হবে ৮ হাজার কোটি টাকা। পাশাপাশি রাজ্যে ইথানল তৈরির শিল্প গড়ে ওঠার কথাও জানালেন মমতা। এতে বিনিয়োগ হবে ১৫০০ কোটি টাকা।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, রাজ্যে ইথানল তৈরিতে গুরুত্ব দেবে রাজ্য সরকার। কারণ, এই জৈব জ্বালানি যেমন আমাদের পেট্রল, ডিজেলের চাহিদা কমাবে তেমনি বিপুল টাকা বাঁচবে। প্রায় অর্ধেক দামে ওই জ্বালানি পাওয়া যাবে। জেনে রাখুন ওই জ্বালানি তৈরি হয় ভাঙা চাল থেকে। ফলে ওই ভাঙা চাল ইথানল শিল্প কিনে নিলে রাজ্যের কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন। এতে ইথানল শিল্পের পাশাপাশি অন্যান্য শিল্পও গড়ে উঠবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, দেউটা পাঁচামিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোল মাইন তৈরি হবে। পানাগড় থেকে দুই মাইল দূরে পাচামি।১৫ হাজার কোটি বিনিয়োগ হবে এখানে। এটি তৈরি হয়ে গেলে আগামী একশো বছরে বিদ্যুতের অভাব হবে না। এই খনি তৈরির জন্য যে রিহ্যাবিটিটেশন হতে চলেছে তাতে জমিদাতাদের চাকরি হবে, ঘর হবে, সবকিছুই হবে।