নিজস্ব প্রতিনিধি – নতুন মুখ্যমন্ত্রী পেল পাঞ্জাব । সোমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন চরণজিৎ সিং চন্নি ।এ দিন রাহুল গান্ধীর উপস্থিতিতে চণ্ডীগঢ়ের রাজভবনে শপথ নেন চরণজিৎ সিং। তবে ছিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। যা ফের প্রমাণ করল দলের সঙ্গে রীতিমতো দূরত্ব তৈরি হয়েছে তাঁর। এদিকে, টুইট করে পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সকাল ১১টায় চণ্ডীগঢ়ে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ৫৮ বছর বয়সী দলিত শিখ নেতা চরণজিৎ সিং চন্নি। পঞ্জাবের রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিতের উপস্থিতিতেই তিনি পঞ্জাবী ভাষায় শপথ নেন। প্রথম দলিত মুখ্যমন্ত্রী পেল উত্তর ভারতের এই রাজ্যটি।