নিজস্ব প্রতিনিধি – ভারতের পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী বিশৃঙ্খলার ঘটনায় রবিবার আরও ৭টি মামলা করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের। এখন পর্যন্ত নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় মোট দায়ের হওয়া এফআইআর’র সংখ্যা ২৮। শনিবার কেন্দ্রীয় সংস্থা ভোট-পরবর্তী সহিংসতার ঘটনায় আরও ১০টি মামলা দায়ের করেছিল। আগামী দিনে আরও এফআইআর দায়ের হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ববর্তী এফআইআর থেকে দু’জনকে গ্রেফতার করেছে সিবিআই। সূত্রের খবর, ১৪ মে নদিয়া জেলায় বিজেপি সমর্থক অয়ন মণ্ডল এবং অন্য দু’জনকে বাঁশের লাঠি দিয়ে মারধরের অভিযোগে অভিযুক্ত বিজু এবং আসিমা ঘোষকে সিবিআই গ্রেফতার করেছে। প্রসঙ্গত, গত ১৯ অগাস্ট ভোট পরবর্তী বিশৃঙ্খলা ঘটনায় সিবিআই তদন্তের আদেশ দেন কলকাতা হাইকোর্ট। ভোটের পর বেশ কয়েকটি খুন ও মহিলাদের বিরুদ্ধে ঘটা অপরাধের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এর মধ্যে রয়েছে বেলেঘাটার অভিজিত সরকার খুনের ঘটনা। ওইসব মামলার তদন্ত করবে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। এর জন্য ১০৯ জনের একটি টিম গঠন করা হয়েছে। ওই প্রত্যেকটি মামলার আলাদা করে তদন্ত করবে সিবিআই।

Loading