নিজস্ব প্রতিনিধি – আফগানিস্তানে পশ্চিমবঙ্গের কত জন আটকে রয়েছেন? তাদের ফেরাতে রাজ্য সরকার কী পদক্ষেপ নিয়েছে? এ প্রসঙ্গে বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গের ২০০ জনের বেশি আটকে আছেন বলে জানতে পেরেছি। দার্জিলিং, কার্শিয়াং এবং তরাইয়ের কয়েকজন আফগানিস্তানে আটকে আছেন। তাদের দ্রুত ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি লিখবো।’ সূত্রের খবর, আফগানিস্তানে পশ্চিমবঙ্গের কত জন বাসিন্দা আটকে পড়েছেন, তার হিসাব জানতে সব জেলা প্রশাসকদের খোঁজ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি প্রশাসনকে জানান যে, তার আত্মীয় বা পরিবারের লোক আফগানিস্তানে রয়েছেন তবে তার থেকে ওই ব্যক্তির নাম, ঠিকানা, সে দেশে কোথায় থাকেন, পেশা, কেন ওই দেশে গিয়েছেন সব বিস্তারিত জানতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। সেই তথ্য জেলা প্রশাসন রাজ্য প্রশাসনকে জানাবে। যা রাজ্য সরকারের তরফে দিল্লির কাছে পেশ করা হবে।