নিজস্ব প্রতিনিধি – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। আর এই তদন্তে নেমেই দুটি হত্যা মামলার চার্জশিট দিয়েছে সংস্থাটি। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বে গড়া ৫ সদস্যের বৃহত্তর ডিভিশন বেঞ্চের কাছ থেকে তদন্তের নির্দেশ পেয়েই এমন পদক্ষেপ নিল সংস্থাটি। গত বৃহস্পতিবার ও গত শুক্রবার দুটি হত্যা মামলায় চার্জশিট দিয়েছে সিবিআই। এর আগে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ফল গত ২ মে ঘোষণা করা হয়। এরপর রাজ্য জুড়ে শুরু হয় বিজয়ী তৃণমূল কংগ্রেসের সহিংসতা। এই সহিংসতার জেরে রাজ্যে খুন, অস্বাভাবিক মৃত্যু ও ধর্ষণের মতো গুরুতর ঘটনা ঘটে। অধিকাংশ ঘটনায় ভুক্তভোগী বিজেপির নেতা-কর্মী ও সমর্থকেরা। আর এসব অপরাধে ৩১টি ঘটনা নিয়ে মামলা দায়ের হয়। কিন্তু রাজ্য পুলিশ এসব মামলায় কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। এরপর একের পর এক অভিযোগ দায়ের হয় সিবিআই দপ্তর এবং কলকাতা হাইকোর্টে। গত ১৯ আগস্ট এই মামলার শুনানি শেষে কলকাতা হাইকোর্টের ওই ৫ সদস্যের বৃহত্তর ডিভিশন বেঞ্চ এক নির্দেশে বলেন, খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের করবে সিবিআইকে। আর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অপরাধের তদন্ত করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গড়া বিশেষ তদন্ত কমিটি। এদিকে রাজ্য সরকার শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন  প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরকে সিটের সভাপতি হিসেবে দায়িত্ব দেন। এই বিশেষ তদন্ত কমিটির সদস্য করা হয়েছে পুলিশের ১০ জন আইপিএস কর্মকর্তাকে। আর হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর সিবিআই কাজ শুরু করেছে। খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সব মামলার নথি বিভিন্ন থানা থেকে সংগ্রহ করছে সিবিআই। এ লক্ষ্যে সিবিআই ৪টি টিম গঠন করেছে। প্রতিটি টিমে থাকছেন ৬ জন সদস্য। প্রতিটি টিমে ২ জন করে ডিআইজি পদমর্যাদার এবং ৪ জন করে এসপি পদমর্যাদার সিবিআইর কর্মকর্তা থাকছেন। টিমে রাখা হয়েছে দিল্লি ও দেরাদুনের সিবিআই কর্মকর্তাদেরও। তাঁরা কাজও শুরু করেছেন।

Loading