নিজস্ব প্রতিনিধি – সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ক্ষমতা বাড়ানো হলো। তারা এখন নির্দিষ্ট ভূখণ্ড থেকে ৫০ কিমি ভেতরে গিয়ে আটক, জব্দ এবং তল্লাশি করতে পারবে। তবে এটা করা যাবে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং আসামে। এর আগে বিএসএফ এসব রাজ্যের ১৫ কিলোমিটার পর্যন্ত ভেতরে গিয়ে আটক, তল্লাশি বা জব্দ করতে পারতো। তবে মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, জম্মু-কাশ্মীর এবং লাদাখে কোনো সীমা নেই বিএসএফের। এখানে তাদের অবাধ ক্ষমতা দেওয়া রয়েছে।
100 total views, 2 views today