ক্ষণিকের এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চায়েত সমিতির কটেজ। ভাঙল বেশ কয়েকটি দোকান, ছিঁড়েছে বিদ্যুতের তার।

সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের কাছেই আছড়ে পড়ে মিনি টর্নেডো। আচমকা কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে সাগর পঞ্চায়েত সমিতির কটেজ ও আশেপাশের দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়। ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার।

 148 total views,  2 views today