নিজস্ব প্রতিনিধি – নারদ মামলায় চার নেতা-মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মিথ্যে ও ত্রুটিপূর্ণ অভিযোগ করেছে জানিয়ে আদালতে পাল্টা অভিযোগ তুলল রাজ্য। সিবিআইয়ের দেওয়া অতিরিক্ত হলফনামার জবাবে সোমবার কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে জমা পড়েছে রাজ্যের এই পাল্টা হলফনামা। প্রসঙ্গত, সোমবার সলিসিটার জেনারেলের আবেদনের ভিত্তিতে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নারদ মামলার শুনানি স্থগিত হয়ে গিয়েছে।
94 total views, 2 views today