নিজস্ব প্রতিনিধি- নন্দীগ্রাম আসন আইএসএফকেই ছাড়তে চাইছে সংযুক্ত মোর্চা। এবার ভোটে হেভিওয়েট আসন নন্দীগ্রামে সেক্ষেত্রে প্রার্থী হতে পারেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি। আব্বাস প্রার্থী হতে না চাইলে তাঁর ভাই নৌশাদকেও দাঁড় করানো হতে পারে। স্বভাবতই এবার ভোটে সবচেয়ে নজরকাড়া বিধানসভা কেন্দ্র হতে চলেছে নন্দীগ্রাম।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ওই আসনে তৃণমূলের প্রার্থী। তাঁর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে। তৃণমূলনেত্রীরই এক সময়ের অন্যতম সেনাপতি শুভেন্দু তাঁর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ভোটের লড়াই এবার সেখানেই সবচেয়ে তুঙ্গে উঠবে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যে উঠে আসা তৃতীয় শক্তি বাম-কংগ্রেস-আইএসএফের জোট সংযুক্ত মোর্চাও নন্দীগ্রামের লড়াইয়ে জবরদস্ত একজন প্রার্থী দাঁড় করিয়ে খেলা আরও জমিয়ে তুলতে চায়। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সেকথা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, নন্দীগ্রাম আসন এবার ভোটে হেভিওয়েট সেন্টার হয়ে গিয়েছে। ওই আসনে আমরাও গুরুত্বপূর্ণ একজনকে প্রার্থী করতে চাই। আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করব। ফ্রন্ট সূত্রে খবর, আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখনও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। তারা সেখানে তাদের সাংগঠনিক শক্তির জল মাপছে বলেই খবর।