জুলফিকার আলি – যশ ও বুদ্ধ পূর্ণিমা আতঙ্কের জন্য সরকারি উদ্যোগে প্রচার করা হয়েছিল মাছ ধরা বন্ধ যারা নদীতে আছেন তাদেরকে বাড়ি ফিরে আসার জন্য। রুজি রোজগার চলে তারাও সেই কথা মতো বাড়িতে ছিলেন। এবং তার পরবর্তী কালে ১১ জূন আবার গঙ্গায় বান আসবে সেই কথায় রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছিলেন। নদী পাড়ে এবং মাছ ধরতে কেউ যাবেন না সেই অনুযায়ী তারা মেনে নিয়েছিলেন। কিন্তু কালের নিয়মে গতকাল তারা ট্রলার নিয়ে মাছ ধরতে যায় কিন্তু ফিরে আসার পথেই ভোররাত্রে ট্রলারটি ডুবে যায় বলে জানা যায়।
হঠাৎই ট্রলার উল্টে দেখা যায় কেন্দেমারি জালপাই এর গঙ্গা মেলার ঘাটে। মা করুণাময়ী নামে একটি ট্রলার। প্রত্যক্ষদর্শীদের মতে গতকাল রাত প্রায় পৌনে এগারোটার সময়ে হঠাৎই নোঙর করার সময়ই উল্টে যায় ট্রলারটি । এখনও অবধি খবর কাঁথি মহকুমার মশাগাঁ এলাকার প্রদীপ মান্না নামে একজন মাঝি মারা গেছেন । এছাড়াও তিনজন নিখোঁজ। সকালে খবর পাওয মাত্রই ঘটনাস্থলেই নন্দীগ্রাম -১ ব্লকের বিডিও সুমিতা সেনগুপ্ত ও মহকুমাশাসক অফিস থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট কিশোর বিশ্বাস গেছেন । এই তিন জন মৎস্যজীবীকে এখন পাওয়া যাচ্ছে না ।