নিজস্ব প্রতিনিধি – সম্ভবত নতুন বছরের শুরু থেকেই শুরু হয়ে যাবে জনগণনার কাজ। আগামী ফেব্রুয়ারি মাসের আগেই তা শেষ হবে ।শুধু সেন্সাসই নয়, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার ও (এন পি আর) হবে একই সঙ্গে।
করোনার কারণে লকডাউন এর মধ্যেই গোটা প্রক্রিয়াটাই বন্ধ হয়ে গিয়েছিল। তবে পুরোদমে কাজ চললে তা সমাপ্ত হয়ে যাওয়ার কথা ছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। অথচ সেই প্রক্রিয়া এখনো শুরু হয়নি সংক্রমণ বৃদ্ধির কারণে। এই কাজ বারবার স্থগিত হয়ে যায়। অবশেষে করোনার তৃতীয় ঢেউ না আসায় এবং ডিসেম্বর মাসের মধ্যেই ভারতবাসীর প্রত্যেকের অন্তত প্রথম ডোজ ভ্যাকসিন হয়ে যাওয়ার সম্ভাবনায় ফের সেন্সাস শুরু হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রক স্থির করেছে, আগামী কিছুদিনের মধ্যেই এই নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
249 total views, 2 views today