নিজস্ব প্রতিনিধি – মণ্ডপ সজ্জায় জুতো। ঘটনায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের দাবি তুলে দমদম পার্ক ভারতচক্রের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে চিঠি পাঠিয়েছিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সেই চিঠিকেই মামলা হিসাবে গ্রহণ করে জরুরি ভিত্তিতে শুনানিতে অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের নয়া প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার এই মামলাটির শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে। উল্লেখ্য, রাজ্যের তরফে বিশ্ব বাংলা শারদ সম্মানে ভূষিত করা হয়েছে ওই ক্লাবকে।
160 total views, 2 views today