নিজস্ব প্রতিনিধি –  বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬২৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৪৪৬ জন। মৃত্যু হয়েছে ১৯৭ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ৪১ লক্ষ ৪ হাজার ৯৯৬ জন সংক্রামিত হয়েছেন। করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ২৪৭ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৬৫১ জনের। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ১ লক্ষ ৭৮ হাজার ০৯৮। এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৯৯ কোটি ১২ লক্ষ ৮২ হাজার ২৮৩ জন।

 124 total views,  2 views today