নিজস্ব প্রতিনিধি – দেশে সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রামিত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন। সোমবার সেই সংখ্যা ছিল ২৫ হাজার ৭২। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৪৮৬ জন। মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে এখনও পর্যন্ত করোনায় সংক্রামিত হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৭৭৩ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ১৭ লক্ষ ২০ হাজার ১১২ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস রয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৫৫১টি। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৫ হাজার ১১০ জনের। টিকা নিয়েছেন ৫৮ কোটি ৮৯ লক্ষ ৯৭ হাজার ৮০৫ জন।

Loading