নিজস্ব প্রতিনিধি – দেশে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণ। শনিবারের তুলনায় রবিবার আরও কমল করোনা আক্রান্তের সংখ্যা। কমেছে মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪,১৪৬ জন। মৃত্যু হয়েছে ১৪৪ জনের। একদিনে সুস্থ হয়েছেন ১৯,৭৮৮ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ৫,৭৮৬। আর রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এ তথ্য দিয়েছে তাকে দেখা যাচ্ছে, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪০,৬৭,৭১৯। মৃত্যু হয়েছে ৪,৫২,১২৪ জনের। সুস্থ হয়েছেন ৩,৩৪,১৯,৭৪৯ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১,৯৫,৮৪৬।

Loading