নিজস্ব প্রতিনিধি – দেশে অনেকটাই কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯০৬ জন। মৃত্যু হয়েছে ৫৬১ জনের। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৭৯ জন। সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ১৩৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪১ লক্ষ ৭৫ হাজার ৪৬৮ জন। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৪ হাজার ২৬৯ জনের। সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লক্ষ ৪৮ হাজার ৬০৫ জন।
124 total views, 4 views today