নিজস্ব প্রতিনিধি – দুয়ারে রেশন মানুষের দ্বারে দ্বারে পৌছে দেওয়ার আগে তার ট্রায়াল শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর থেকে । জেলা গুলিতে ৫ থেকে ১৫ শতাংশ রেশন, ডিলাররা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। আপাতত পরীক্ষামূলক হিসেবেই এই প্রক্রিয়া শুরু করা হবে ডিলারদের মাধ্যমে। এ জন্য রেশন ডিলারদের সর্বোচ্চ ১ লক্ষ টাকা গাড়ি কেনার ভর্তুকি দেবে রাজ্য খাদ্য দফতর। এই প্রক্রিয়ায় রেশন বিতরণ শুরু হওয়ার পর রাজ্যের মানুষের এতে কি প্রতিক্রিয়া, তা দেখতে চাইছে রাজ্য খাদ্য দফতর। তারপরেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। নভেম্বরের গোড়ার দিকে যাতে প্রত্যেকটি জেলার ৭০ থেকে ৮০ শতাংশ বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায় সেই লক্ষ্য রেখেছে রাজ্য খাদ্য দফতর। শুক্রবার খাদ্য দফতরের সচিব এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, রাজ্যের প্রত্যেকটি জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন।
100 total views, 2 views today