নিজস্ব প্রতিনিধি – আজ বুধবার সকালে দুয়ারে প্রকল্পের কাজ শুরু করতে নির্দেশ দিল হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশে কিছুটা স্বস্তি মিলল রাজ্যের। উচ্চ আদালত জানিয়ে দিল আজ থেকে শুরু করা যাবে দুয়ারে রেশন প্রকল্প। অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়ার প্রকল্পে সিলমোহর দিল আদালত। উল্লেখ্য, দুয়ারে রেশন প্রকল্পে লোকের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ব্যাপারটা নিয়ে আপত্তি জানিয়ে কয়েকজন রেশন ডিলার এই প্রকল্পের ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের একাংশের অভিযোগ ছিল, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার জন্য ডিলারদের গাড়ি কিনতে বলা হয়েছে। তার জন্য ১ লক্ষ টাকা ভর্তুকি দেবে সরকার। কিন্তু গাড়ির দামের বাকি ঋণের বোঝা নিতে চাইছে না ডিলার অ্যাসোসিয়েশনের একাংশ। সেই পরিপ্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হয় তাঁরা। কিন্তু বুধবার আবেদন খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। এরপর জেলায় জেলায় দুয়ারে রেশন প্রকল্প গ্রিন সিগন্যাল পেয়ে গেল।