নিজস্ব প্রতিনিধি – দুয়ারে সরকার প্রকল্প শুরু হওয়ার দু সপ্তাহের মধ্যেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করলেন রাজ্যের দুই কোটির বেশি মানুষ। গত মঙ্গলবার বিকেলে নাম নথিভুক্তকরণ এই  ল্যান্ডমার্ক অতিক্রম করেছে দুয়ারে সরকার প্রকল্প। এবারের পর্ব গত ১৬ আগস্ট থেকে শুরু হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে এখনো পর্যন্ত যে পরিষেবার দিকে মানুষের ঝোঁক সবচেয়ে বেশি, তা হল,’লক্ষীর ভান্ডার’। দুয়ারে সরকারের ২২ হাজার ক্যাম্পে লক্ষীর ভান্ডার নিয়ে যে আবেদন জমা পড়েছে, শতকরা হিসেবে তা প্রায় ৫৮%। এর পরেই ক্রমানুযায়ী স্বাস্থ্যসাথী ,জাতিগত প্রশংসাপত্র ও খাদ্য সাথীর জন্য আবেদন জমা পড়েছে। দুয়ারে সরকার দু’কোটির ল্যান্ডমার্ক পার করার ঘটনায় সন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 96 total views,  2 views today