নিজস্ব প্রতিনিধি – দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার থেকে খুলে গেল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক।উত্তরবঙ্গ পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এই পার্ক। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর খুলল এই পর্যটন কেন্দ্র । পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ জানান, “করোনার সব বিধি নিষেধ মেনেই পর্যটকদের পার্কে ঢুকতে হবে”। প্রথম দিনে পার্কে খুব একটা পর্যটক হয়নি। কর্মকর্তাদের আশা ধীরে ধীরে পর্যটক সমাগম হবে। উল্লেখ্য, করোনার প্রথম ঢেউয়ের জন্য ২০২০ মার্চ থেকে অক্টোবর পর্যন্ত পার্ক বন্ধ ছিল। এরপর পার্ক খুলে দেয়া হলোও ২০২১ মে থেকে আবার পার্ক বন্ধ হয়ে যায়।

Loading