নিজস্ব প্রতিনিধি – কয়লাকাণ্ডে পাতিয়ালা হাউস কোর্টের হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন রুজিরা বন্দোপাধ্যায়। সূত্রের খবর, আবেদনে তিনি জানান, যে কোনও মহিলাকে অন্য রাজ্য থেকে তলব করতে হলে আগে তদন্ত করতে হয়। এক্ষেত্রে ইডি-র তরফে তা করা হয়নি। এছাড়াও, ই-মেলের মাধ্যমে ইডি-র সঙ্গে তিনি সহযোগিতা করেছেন বলে দিল্লি হাইকোর্টের কাছে আবেদনে জানিয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। এর আগে কয়লাকাণ্ডে ইডি-র নোটিসের প্রেক্ষিতে ১২ অক্টোবর তাঁকে সশরীরে হাজিরা দিতে বলে পাতিয়ালা হাউস কোর্ট।