নিজস্ব প্রতিনিধি – তৃণমূলে যোগ দিলেন সাঁওতালি ছবির সুপারস্টার বীরবাহা হাঁসদা। তাঁর হাতে তৃনমূলের পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়। ২০১৯ সালে লোকসভা ভোটে ঝাড়খণ্ড পার্টির (নরেন) প্রার্থী হয়েছিলেন বীরবাহা।

বীরবাহা হাঁসদার বাবা নরেন হাঁসদা ঝাড়খণ্ড পার্টির প্রতিষ্ঠাতা। তাঁর মা চুনীবালা হাঁসদাও রাজনীতির সঙ্গে জড়িত। তৃণমূলে যোগদানের পর বীরবাহা বলেন, দীর্ঘদিন ধরেই মানুষের জন্য কাজ করছি। তবে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনোর জন্য উপযুক্ত মঞ্চ পাচ্ছিলাম না। আজ তৃণমূলে যোগ দিয়ে সেই জায়গাটাই পেলাম। এই লড়াইয়ে দিদিকে সহযোগিতা করব।

Loading