জুলফিকার আলী তমলুক- বর্তমানে করোনার মত ভয়াবহ মহামারী পরিস্থিতিতে দিকে দিকে রক্তের হাহাকার। এইরকম মহামারী পরিস্থিতিতে মুমূর্ষু রোগী থেকে থ্যালাসেমিয়া রোগীদের রক্তের যোগান দিতে পূর্বমেদিনীপুরের বল্লুক ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ডক্টর সৌমেন মহাপাত্র মহাশয়ের নির্দেশে পূর্ব মেদিনীপুরের চাঠরা কুঞ্জরানী বানী ভবন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এইদিন উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাননীয় ডঃ সৌমেন মহাপাত্র, বল্লুক 1 নম্বর অঞ্চলের গ্রাম প্রধান মাননীয় শরৎ মেটিয়া, বল্লুক 2 নম্বর অঞ্চলের গ্রাম প্রধান মাননীয় উত্তম বর্মন মহাশয় এবং আরো বেশ কিছু তৃণমূলের কার্য কর্তারা উপস্থিত ছিলেন।

Loading