নিজস্ব প্রতিনিধি – ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ২১ অক্টোবর ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। গতকাল রবিবার। বেসরকারি বিমান পরিবহন সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সময়সূচী:
বৃহস্পতিবার ও শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে, স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে কলকাতায় অবতরণ করবে। ঐ দিনই সকাল ১১টায় কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে আসবে, দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
ফেয়ার:
ঢাকা থেকে কলকাতায় ওয়ান ওয়ের ন্যূনতম ভাড়া ৭ হাজার ২২৬ টাকা এবং রিটান টিকেটের ভাড়া ১২ হাজার ৭৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে বলে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে।